Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

সাম্প্রদায়িক দাঙ্গায় থমথমে ওড়িশার বালাসোর, দ্বিতীয় দিনেও কারফিউ বলবৎ, বন্ধ ইন্টারনেট

Bipasha Chakraborty

Published: 19 June, 2024, 06:21 PM
সাম্প্রদায়িক দাঙ্গায় থমথমে ওড়িশার বালাসোর, দ্বিতীয় দিনেও কারফিউ বলবৎ, বন্ধ ইন্টারনেট

 

 

ভুবনেশ্বর, ১৯ জুন: থমথমে ওড়িশার বালোসোর। চলছে পুলিশি টহলদারি। কুরবানির পশু জবাইকে ঘিরে, রাস্তায় পড়ে থাকা রক্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বালাসোরে। হিন্দু-মুসলিম দুটি সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একে অপরের বিরুদ্ধে ইঁট, পাথর, কাঁচের বোতল ছোঁড়াছুঁড়ি করে বলে অভিযোগ। বেশ কিছু যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। বালাসোর পুরসভা এলাকার বেশ কয়েকটি এলাকার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা। বুধবার ঘটনার দ্বিতীয় দিনেও কারফিউ বলবৎ রয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা।

গুজব এড়াতে মঙ্গলবার পুরসভার পক্ষ থেকে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ ২০ জুন সকাল ১০ টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেমন হোয়াটস অ্যাপ, ফেসবুক, এক্স হ্যান্ডেল, স্ন্যাপচেট সহ সমস্ত সামাজিক মাধ্যম বন্ধ।

কারফিউ শিথিল করা হয়েছে জরুরি পরিষেবার কাজে যারা নিয়োজিত তাদের জন্য। এছাড়াও সরকারি পরীক্ষায় অংশগ্রহণকারি, সরকারি কর্মকর্তা, আদালতের কর্মচারিদের আইডি কার্ড দেখে ছাড় দেওয়া হচ্ছে।

 

একজন আধিকারিক জানিয়েছেন, পশু জবাইকে কেন্দ্র করে দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। বুধবার উত্তর ওড়িশার বালাসোরে দ্বিতীয় দিনের জন্য কারফিউ জারি থাকবে। ঘটনায় ১০ জন জখম হয়েছেন, ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে। বালোসোর শহরের সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সংকটজনক, দুবৃত্তরা গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল, সেই কারণে সমস্ত সামাজিক নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছে। পুলিশের তরফ থেকে শান্তি বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

প্রশাসনের তরফে বুধবার রাতেই আধিকারিরা বৈঠক করে আগাম পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। কারফিউ চালিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এলাকার মানুষকে কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জেলা প্রশাসনকে বালাসোর শহরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) সঞ্জয় কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ছয় কোম্পানি আধাসামরিক বাহিনী বালোসোরের স্পর্শকাতর জায়গায় মোতায়েন করা হয়েছে। পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। পুলিশি টহলদারি চলছে। 

Leave a comment