Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

কেজরিওয়ালের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Kibria Ansary

Published: 29 June, 2024, 10:36 PM
কেজরিওয়ালের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

নয়াদিল্লি, ২৯ জুন: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছেন দিল্লির বিশেষ আদালত। শনিবার সকালে তিন দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পরে কেজরিওয়ালকে জেলে পাঠানোর আদেশ দেন বিচারক সুনেনা শর্মা। সিবিআই জানিয়েছে, তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে কেজরিওয়ালের হেফাজতে থাকা দরকার। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে তদন্তকারীরা। সিবিআই আরও জানায়, প্রমাণের মুখোমুখি হওয়ার পরে, তিনি দিল্লির ২০২১-২০২২ এর নতুন আবগারি দুর্নীতির অধীনে পাইকারদের লাভের মার্জিন ৫ শতাংশ থেকে ১২ শতাংশে উন্নীত করার বিষয়ে একটিও সঠিক এবং সত্য কথা বলতে পারেননি।

সিবিআইয়ের অভিযোগ, কেজরিওয়াল দিল্লিতে মদ ব্যবসার স্টেকহোল্ডারদের সঙ্গে তার সহযোগী বিজয় নায়ারের বৈঠকের প্রশ্ন এড়িয়ে গেছেন। কেজরিওয়াল মাগুন্তা শ্রীনিভাসুলু রেড্ডি, অর্জুন পান্ডে এবং মুথা গৌতমের সঙ্গে তার সাক্ষাতের বিষয়েও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তারা সবাই এই মামলায় অভিযুক্ত।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। তিন দিন আগে একই মামলায় আদালত চত্বরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাকে আদালতে হাজির করানো হয়।

দেশ - এর থেকে আরোও খবর

court ordered Kejriwal's 14-day jail custody

Leave a comment