Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

শিখ-বিদ্বেষ, সেন্সর ছাড়পত্র পাচ্ছে না কঙ্গনার ‘ইমার্জেন্সি’

ইমামা খাতুন

Published: 30 August, 2024, 07:25 PM
শিখ-বিদ্বেষ, সেন্সর ছাড়পত্র পাচ্ছে না কঙ্গনার ‘ইমার্জেন্সি’

মুম্বই, ৩০ আগস্টঃ কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরির মতো প্রপাগান্ডামূলক সিনেমা ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ মুক্তি পেয়েছে শুক্রবার। বিদ্বেষমূলক ছবি হলেও এগুলি মুক্তিতে বাধা দেয়নি আদালত। তবে এবার কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ ছবিটি সেন্সরে বাধা পাচ্ছে। নেপথ্যে শিখ অসন্তোষ। ছবিতে ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত জানিয়েছেন, ‘ইমার্জেন্সি’কে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।  


সময় মতো ছাড়পত্র না পেলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। আগামী ৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। তিনি বলেন, আশা করি  আমার ছবিটি সেন্সর থেকে ছাড়পত্র পাবে। যে দিন আমরা ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে গিয়েছিলাম, অনেক লোক অনেক নাটক করেছিলেন! এভাবেই ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ। তার মতে, সেন্সর বোর্ড খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। কঙ্গনা রানাউত নিজেই  ইমার্জেন্সি ছবিটি পরিচালনা করেছেন এবং ছবিতে তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন। 


বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আজকাল খবরের শিরোনামে থাকেন প্রায়ই। কৃষকদের নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য কঙ্গনাকে  অনেক ট্রোল করা হয়। এর পাশাপাশি কঙ্গনার রাজনৈতিক ফিল্ম ইমার্জেন্সিও মুক্তি পেতে চলেছে, যেটি ট্রেলার প্রকাশের পর থেকেই বিতর্কে ঘেরা। উল্লেখ্য, তেলেঙ্গানায় ফিল্ম ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ইমার্জেন্সি ছবিটি বিতর্কের মুখে পড়েছে। শিখ সম্প্রদায় কঙ্গনার বিরুদ্ধে তাদের সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার অভিযোগ করেছে। 


এই প্রেক্ষাপটে তেলেঙ্গানা সরকার এবং শিখ সম্প্রদায়ের মধ্যে একটি হাই-প্রোফাইল বৈঠক হয়েছে, যেখানে ছবিটি নিষিদ্ধ করার প্রস্তুতি  নেওয়া হচ্ছে। ছবিতে শিখ সম্প্রদায়ের চরিত্র ও ইতিহাসকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর শিখ সমাজ ক্ষুব্ধ। 


শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি হরিয়ানা হাইকোর্টে ছবিটির বিরুদ্ধে পিআইএল দায়ের করেছে। আবেদনকারী বলেছেন যে ইমার্জেন্সি ফিল্ম শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার প্রচার করবে। এখন মধ্যপ্রদেশেও কঙ্গনা রানাউতের ছবির বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের ক্ষোভ বাড়ছে। জবলপুরের শিখ সঙ্গত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অর্থাৎ সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। শিখ সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, ছবিটি মুক্তি দিলে কঠোর প্রতিবাদ জানানো হবে।  


Leave a comment