Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

আমি আপনাদের ভাই, মণিপুরে শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করব: বার্তা রাহুলের

Kibria Ansary

Published: 08 July, 2024, 10:25 PM
আমি আপনাদের ভাই, মণিপুরে শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করব: বার্তা রাহুলের

ইম্ফল, ৮ জুলাই: সোমবারই হিংসা বিধ্বস্ত মণিপুর সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সেখানকার গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তারপরই কুকি ও মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে কথা বলেন কংগ্রেস নেতা। ত্রাণ শিবির গুলিতে পরিদর্শনের পর দুই সম্প্রদায়ের মানুষকে "শান্তির" বার্তা দিলেন রাহুল। এদিন তিনি বলেন, "আমি মণিপুরকে বলতে চাই, আমি আপনাদের ভাই হয়ে এখানে এসেছি। মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই।"

এদিন এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা দাবি করেন, হিংসা বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। রাহুলের মতে, "সমস্যা শুরু হওয়ার পর থেকে আমি তৃতীয়বার এখানে এসেছি। এটি একটি মারাত্মক ট্র্যাজেডি। আমি পরিস্থিতির কিছুটা উন্নতি আশা করেছিলাম। কিন্তু এখানে এসে কোনও লক্ষণীয় উন্নতি দেখছি না। আমি সরকারের ভূমিকা দেখে হতাশ হয়েছি।"

রাজ্যের বেশ কয়েকটা এলাকা পরিদর্শনের পর মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকির সঙ্গেও সাক্ষাৎ করেন রাহুল গান্ধি। বিরোধী দলনেতা বলেন,  "রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। আমরা রাজ্যপালকে জানিয়েছি রাজ্যে শান্তি ফেরাতে সবরকমের সাহায্য করব। রাজ্যের সার্বিক পরিস্থিতি দেখে আমরা অসন্তোষ, সেটিও রাজ্যপালকে জানিয়েছি।" যদিও আমি এই ইস্যুতে কোনও রাজনীতি করতে চাই না বলেও সাফ জানিয়েছেন রাহুল গান্ধি।

দেশ - এর থেকে আরোও খবর

I am your brother we will work together to bring peace to Manipur: Rahul's message

Leave a comment