Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ক্যানসারে আক্রান্ত স্ত্রীর মৃত্যুর খবর শুনেই, গুলি চালিয়ে আত্মঘাতী আইপিএস অফিসার

Bipasha Chakraborty

Published: 19 June, 2024, 03:15 PM
ক্যানসারে আক্রান্ত স্ত্রীর মৃত্যুর খবর শুনেই, গুলি চালিয়ে আত্মঘাতী আইপিএস অফিসার

পুবের কলম, ওয়েবডেস্ক: মর্মান্তিক! অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করলেও স্ত্রীর মৃত্যুতে আর নিজেকে কোনওভাবেই সামলাতে পারলেন না, আইপিএস অফিসার শিলাদিত্য চেটিয়া। 

স্ত্রী' ক্যানসারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক লড়াই চালাচ্ছিলেন তিনি। মঙ্গলবার মৃত্যু হয় চেটিয়ার স্ত্রীর। মৃত্যুর খবর শুনে হাসপাতালেই আত্মহত্যা করলেন অসমে কর্তব্যরত আইপিএস অফিসার। নিজের সার্ভিস রিলভবার থেকে গুলি করে আত্মঘাতী হন চেটিয়া। আইপিএস আধিকারিক চেটিয়া রাজ্যের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের সচিব পদে ছিলেন। তার স্ত্রী ক্যানসারের চতুর্থ স্টেজে ছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর শোনা মাত্র হাসপাতালে আত্মহত্যা করেন তিনি।

২০০৯ সালের আইপিএস অফিসার ছিলেন শিলাদিত্য চেটিয়া। 

স্ত্রী অসুস্থতার কারণে তিনি বিগত চার মাস ধরে ছুটিতে ছিলেন। এর আগে তিনি বিভিন্ন জেলার পুলিশ সুপার ছাড়াও ডিআইজি পদে দায়িত্ব সামলেছেন।

চেটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশের ডিআইজি জিপি সিং লিখেছেন, 'খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আইপিএস আধিকারিক শিলাদিত্য চেটিয়া স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের সচিব পদে ছিলেন। তাঁর স্ত্রীর মৃত্যুর খবর শুনে হাসপাতালেই তিনি নিজের জীবন শেষ করে দেন। চেটিয়ার স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অসম পুলিশের তরফে চেটিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা'। 

প্রাক্তন সাংসদ আবদুল খালেক শোকজ্ঞাপন করে লিখেছেন, 'গভীর দুঃখজনক ঘটনা। শ্রী শিলাদিত্য চেটিয়ার আত্মহত্যার কথা জেনে অত্যন্ত মর্মাহত। বারপেটা জেলার তিনি পুলিশ সুপার ছিলেন তখন থেকে আমি সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা'।

 

 

 

 

Leave a comment