Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

প্রবল বর্ষণে ফের বিপর্যস্ত পাহাড় থেকে সমতল, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

Puber Kalom

Puber Kalom

Published: 17 June, 2024, 03:38 PM

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রবল বর্ষণে ফের বিপর্যস্ত পাহাড় থেকে সমতল। বৃষ্টির জেরে নতুন করে ধস নামায় বন্ধ করা হল ১০ নম্বর জাতীয় সড়ক। কালিঝোরা, রবিঝোরা, ২৭ মাইল সহ একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে বলে খবর। ফলে লাচুংয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে এয়ারলিফটের জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে।

 

প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি হয়েছে ৬ জনের। সিকিমে বিপর্যয়ের কারণে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। আর দক্ষিণবঙ্গে তীব্র গরমের কারণ বহু মানুষ এখন দার্জিলিং, কালিম্পংয়ে বেড়াতে গিয়েছেন। পর্যটকদের জন্য বিকল্প পথ জানিয়ে দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। আপাতত ছোট গাড়ি মানসং, ১৭ মাইল, আলগাড়া, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে। বড় এবং ভারী গাড়ি পেডং, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়া আসা করবে। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য ২৭ মাইল থেকে তিস্তা ভ্যালি হয়ে পৌঁছনো যাবে বলে জানিয়েছে প্রশাসন।

  

Leave a comment