Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

‘এটা মোদির জয় নয়, পরাজয়’: নির্বাচনী ফলাফল নিয়ে বিজেপিকে বিঁধলেন স্ট্যালিন

Puber Kalom

Puber Kalom

Published: 17 June, 2024, 03:21 PM

কোয়েম্বাটুর, ১৬ জুন: চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে প্রত্যাখ্যান করেছেন মানুষ বলে দাবি করলেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন, টিডিপির চন্দ্রবাবু নাইডু ও জেডিইউ-এর নীতীশ কুমারের সমর্থনেই তিনি (নরেন্দ্র মোদি) তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পেরেছেন। শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোদির ‘আবকি বার ৪০০ পার’ স্লোগান নিয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেন, “অনেক চেষ্টা করেও বিজেপি মাত্র ২৪০টি আসন পেয়েছে।” তাঁর সাফ বক্তব্য, “এটা মোদির জয় নয়, মোদির পরাজয়। চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের জন্যই মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। তারা যদি সমর্থন না করত, তাহলে মোদি সংখ্যাগরিষ্ঠতা কোথায় পেতেন? বিজেপি আর তাদের ইচ্ছেমতো কিছু করতে পারবে না।”

 

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ডিএমকে এবং কংগ্রেস একসাথে লড়াই করে রাজ্যের মোট ৩৯টি আসনের মধ্যে ৩১ টি আসন পেয়েছে ‘ইন্ডিয়া’। ডিএমকে পেয়েছে ২২টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ৯টি আসন। অন্যদিকে, সিপিআই ও সিপিআই(এম) পেয়েছে ২টি করে আসন। এই জয়কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। স্ট্যালিন বলেন, “এটা কোনো সাধারণ বিজয় নয়। এটি একটি ঐতিহাসিক বিজয়। এই জয় সেই সমস্ত শ্রমিক ও মানুষের জয়, যাঁরা আমাদের সরকারকে বিশ্বাস করেছেন।”

 

প্রসঙ্গত, চব্বিশের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) ২৯৩টি আসন জিতেছে। ৫৪৩ আসনের মধ্যে বিজেপি শুধুমাত্র ২৪০টি আসন পেয়েছে। সরকার গড়তে যে ২৭২টি আসনের প্রয়োজন সেই সংখ্যাগরিষ্ঠতারও ছুতে পারেনি পদ্মশিবির। চন্দ্রবাবু নাইডুর টিডিপি ১৬ টি এবং নীতীশ কুমারের দল ১২টি আসন জিতেছে। তারা এনডিএকে সমর্থন জানিয়েছে বলেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে আশিন হয়েছেন নরেন্দ্র মোদি। বিজেপিকে আক্রমণ করে স্ট্যালিন বলেন, “২০০৪ সালে কলাইনার (এম করুণানিধি, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী) আমাদের ৪০/৪০ (তামিলনাড়ুর ৩৯টি আসন এবং পুদুচেরির একটি আসন) জিতেছিলেন। সেই সময় এআইএডিএমকে সরকার ক্ষমতায় ছিল। ২০০৪ সালে বুথ ফেরত সমীক্ষায় অটলবিহারী বাজপেয়ী সরকার গঠনের পূর্বাভাস দিলেও কংগ্রেস সরকার গঠন করে। এবারও তেমনই একটি ঘটনা ঘটেছে। অনেক বুথ ফেরত সমীক্ষা বলেছিল বিজেপি ৪০০ পার করবে। কিন্তু তা হয়নি। আমরা এককভাবে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা ছুতে দিইনি।”

  

Leave a comment