Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

মিললো না স্বস্তি, সিবিআই গ্রেফতারিতে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে কেজরিওয়াল

Bipasha Chakraborty

Published: 29 June, 2024, 07:34 PM
মিললো না স্বস্তি, সিবিআই গ্রেফতারিতে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে কেজরিওয়াল

 

নয়াদিল্লি, ২৯ জুন:  স্বস্তি হয়েও 'স্বস্তি' হল না। ইডির গ্রেফতারিতে জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সিবিআই সেই আবগারি মামলাতেই কেজরিওয়ালকে ২৬ জুন গ্রেফতার করে। জেলে থাকাকালীনই কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকদের হাতে গ্রেফতার হন কেজরি। ১২ জুলাই পর্যন্ত জেলে পাঠানোর নির্দেশ দিল রাউজ অ্যাভেনিউ আদালত। আপাতত জেলেই কাটাতে হবে মুখ্যমন্ত্রীকে। রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ১২ জুলাই পর্যন্ত, অর্থাৎ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
চলতি সপ্তাহের সোমবার তিহাড় জেলে গিয়ে কেজরিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার তাঁকে গ্রেফতার হিসাবে দেখানো হয়। তার পর পাঁচ দিনের হেফাজত চেয়ে বুধবার সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করে। সেই সময় দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত কেজরিকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠায়। শনিবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এদিন শুনানির পরে খানিকক্ষণের জন্য রায়দান স্থগিত রেখেছিল রাউস অ্যাভেনিউ আদালত। তার পরে বিচারক জানিয়ে দেন, আগামী ১২ জুলাই পর্যন্ত কেজরিওয়ালকে জেল হেফাজতে পাঠানো হল। 
এই মামলার তদন্তকারী দল সিবিআই জানিয়েছে কেজরিওয়ালের হেফাজতে থাকা তদন্তের স্বার্থে সঠিক পদক্ষেপ। সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়, তদন্তের স্বার্থে তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী একজন প্রভাবশালী ব্যক্তি। সাক্ষী এবং প্রমাণ নষ্ট করার ক্ষমতা তাঁর রয়েছে। তাই তদন্তের স্বার্থে তাকে জামিন না দেওয়া উচিত।

Leave a comment