Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

হাসিনাকে ছাড়াই উড়ে গেল বায়ুসেনা বিমান সি১৩০ জে, দিল্লিতে গোপন ডেরায় সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী

Bipasha Chakraborty

Published: 06 August, 2024, 01:59 PM
হাসিনাকে ছাড়াই উড়ে গেল বায়ুসেনা বিমান সি১৩০ জে, দিল্লিতে গোপন ডেরায় সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী

 

পুবের কলম, ওয়েবডেস্কঃ ৫ আগস্ট পতন হয়েছে হাসিনা সরকারের। সেনা নিরাপত্তায় গতকালই দুপুরে বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। রওনার আগে একটি বিবৃতি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেই সময় হাসিনাকে দেওয়া হয়নি। আপাতত দিল্লিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া চতুর্দিক।

হাসিনাকে ছাড়াই সাত জন সেনা জওয়ান সমেত বিমান সি১৩০ জে বাংলাদেশে ফিরে গেছে। ভারত সরকার সূত্রে খবর, শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে ভারতীয় বায়ুসেনা ও ভারতের অন্যান্য নিরাপত্তা সংস্থা। তাঁকে হিন্দোন ঘাঁটি থেকে আরেকটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মায়ের আর রাজনৈতিক প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই। গভীর হতাশা গ্রাস করেছেন তাঁকে। তিনি বীতশ্রদ্ধ। বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন তিনি। তা সত্ত্বেও একাংশের বিরোধিতার মুখোমুখি জন্য আজ এই অবস্থা।

বাংলাদেশে টালমাটাল পরিস্থিতির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদি। অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমন, এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব এবং প্রধানমন্ত্রী দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিরা আছেন বৈঠকে।

Leave a comment