Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

হিংসা বিধ্বস্ত মণিপুরে রাহুল, মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা

Kibria Ansary

Published: 08 July, 2024, 03:56 PM
হিংসা বিধ্বস্ত মণিপুরে রাহুল, মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা

ইম্ফল, ৮ জুলাই: হিংসা বিধ্বস্ত মণিপুরে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সোমবার সকালে রাহুলকে শিলচর বিমানবন্দরে স্বাগত জানান অসম এবং মণিপুরের কংগ্রেস নেতারা। অসমের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করে মণিপুরের উদ্দ্যেশে রওনা দেন কংগ্রেস সাংসদ। মণিপুর পৌঁছে সোজা ত্রাণ শিবিরে চলে যান রাহুল গান্ধি। জিরিবামে ওই ত্রাণ শিবিরে থাকা মেইতেই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে সড়কপথে চূড়াচাঁদপুরের উদ্দ্যেশে রওনা দেন তিনি। চূড়াচাঁদপুরে জাতিগত সহিংসতায় বাস্তুচ্যুত মানুষদের আবাসস্থল ত্রাণ শিবির পরিদর্শন করেন রাহুল গান্ধি। এদিন রাহুলের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কেইশাম মেঘচন্দ্র এবং সিএলপি নেতা ও ইবোবি সিং। মেঘচন্দ্র সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধির সফরের লক্ষ্য ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করা এবং পরিস্থিতি খতিয়ে দেখা।

দেশ - এর থেকে আরোও খবর

Rahul spoke to the Meitei community in violence-torn Manipur the opposition leader

Leave a comment