Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অবশেষে গ্রেফতার মুম্বই বিএমডব্লিউকাণ্ডে অভিযুক্ত মিহির

ইমামা খাতুন

Published: 09 July, 2024, 06:47 PM
অবশেষে গ্রেফতার মুম্বই বিএমডব্লিউকাণ্ডে অভিযুক্ত মিহির

পুবের কলম,ওয়েবডেস্ক: মুম্বইয়ের ওরলিতে হিট অ্যান্ড রান মামলার প্রধান অভিযুক্ত মিহির শাহকে অবশেষ মঙ্গলবার গ্রেফতার করল ওরলি পুলিশ।  দুর্ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বিজেপির দোসর একনাথ শিন্ডের শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির (২৪)। বেপরোয়া  গতিতে নিজের বিএমডব্লিউ চালিয়ে সোজা মিহির ধাক্কা মেরেছিল একটি স্কুটারে। সোমবার বিএমডব্লিউ কাণ্ডে মূল অভিযুক্ত মিহির শাহ-এর বাবা রাজেশ শাহ জামিন পান। দুর্ঘটনার পর মিহিরকে পালাতে সাহায্য করা ও প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে রাজেশের বিরুদ্ধে।  
রবিবার ভোরে স্ত্রী কাবেরীকে নিয়ে সুসান ডকে মাছ কিনতে গিয়েছিলেন প্রদীপ নাকওয়ার। স্কুটারে করে মাছ কিনে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। প্রদীপের স্কুটারের পিছনে বিএমডব্লিউ নিয়ে ধাক্কা মারেন মিহির। প্রদীপ রাস্তায় ছিটকে পড়ে গেলেও কাবেরীকে টেনে নিয়ে যায় বিএমডব্লিউ। সেই দুর্ঘটনাতে কাবেরীর মৃত্যু হয়। সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে জানান, ধনী হোন বা রাজনীতিক, দোষ করলে ছাড় পাবেন না কেউই। তারপর দিনই মিহিরকে গ্রেফতার করল পুলিশ। 

Leave a comment