Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

দাম বাড়ছে ভোজ্য তেলের ?

ইমামা খাতুন

Published: 17 September, 2024, 02:07 PM
দাম বাড়ছে ভোজ্য তেলের  ?

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভোজ্য তেলের আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার অপরিশোধিত এবং পরিশোধিত বা রিফাইন-উভয় তেলের জন্যই আমদানি শুল্ক বাড়ানোর ঘোষণা করেছে তারা। অপরিশোধিত পাম তেল, সয়াবিন ও সূর্যমুখী তেলের বেসিক শুল্ক, শূন্য থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। যেখানে রিফাইন সয়াবিন তেল, পাম তেল এবং সূর্যমুখী তেলের ক্ষেত্রে তা ১২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩২.৫ শতাংশ করা হয়েছে।লোকসভা নির্বাচনের সময় মুদ্রাস্ফীতি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ২০২৩ সালে মোদি সরকার শুল্ক কমিয়েছিল। এরপর বিদেশ থেকে সস্তায় তেল আমদানি শুরু হয়। এই কারণে দেশে তেলের দামও কমেছে। বর্তমানে তেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১১৫ টাকায়। এবার সরকার যখন ভোজ্য তেলের আমদানি শুল্ক বাড়িয়ে ৩২.৫ শতাংশ করেছে, তখন রিফাইন সয়াবিন তেলের দাম আরও ২৫ থেকে ৩০ টাকা বাড়বে। দুর্গাপুজোর আগেই এই হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত তার  ভোজ্য তেলের ৭০ শতাংশ অন্যান্য দেশ থেকে আমদানি করে। প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে পাম তেল এবং আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া এবং ইউক্রেন থেকে সোয়াইল এবং সূর্যমুখী তেল আমদানি করে। অতএব, কেন্দ্রের এইভাবে আমদানি শুল্ক বৃদ্ধির কারণে, বাইরে থেকে ভোজ্য তেল আমদানিও হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Leave a comment