Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

জম্মু-কাশ্মীরে বাসে হামলার দায় নিলো লস্কর

Puber Kalom

Puber Kalom

Published: 10 June, 2024, 03:41 PM
জম্মু-কাশ্মীরে বাসে হামলার দায় নিলো লস্কর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: গতকাল দিল্লিতে যখন শপথগ্রহণের অনুষ্ঠান চলছে, সে সময়ই জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যায় রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরার পথে তীর্থযাত্রী ভরা বাসে হামলা চালায় জঙ্গিরা। বাসটি যখন শিব খোরি মন্দির থেকে বৈষ্ণো   দেবী মন্দিরের বেস ক্যাম্পের দিকে ফিরছিল, তখন ঘটনাটি ঘটে। জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা তীর্থযাত্রী বোঝাই বাস লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বাসচালক গুলিবিদ্ধ  হওয়ায় ভারসাম্য হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩৩ জন। এদিন সেই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।

 

 

ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গিদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) কে হামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, রিয়াসি বাস হামলায় দুই/তিনজন জঙ্গি জড়িত। গত মাসে এই জঙ্গি দলটিই রাজৌরি এবং পুঞ্চে হামলা চালিয়েছিল এবং জঙ্গলে এখনও তারা লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করার পর, জঙ্গি সংগঠনটি মাথা চাড়া দিয়ে ওঠে। ২০২৩ সালে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার।

 

Leave a comment