Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

রেমাল তাণ্ডবে অসমে মৃত ২, জখম ১৭, কেরলে নৌকাডুবিতে মৃত মৎস্যজীবী

bipasha chakraborty

Published: 28 May, 2024, 08:35 PM
রেমাল তাণ্ডবে অসমে মৃত ২, জখম ১৭, কেরলে নৌকাডুবিতে মৃত মৎস্যজীবী

 

গুয়াহাটি, ২৮ মে: ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে অসমে মৃত্যু হয়েছে দুজনের, আহত আরও ১৭। মঙ্গলবার সরকারি সূত্রে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সাইক্লোন রেমালের তাণ্ডবে গত দুদিন ধরে ঝোড়ো হাওয়া সেইসঙ্গে ভারী বৃষ্টিপাত হয় অসমে। লখিমপুর জেলার গেরুকামুখে নির্মাণাধীন এনএইচপিসি লোয়ার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পে অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসে পুতুল গগোই নামে একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে কেরলের মুথালাপোঝি উপকূলে উচ্চ জোয়ারের ঢেউয়ের কারণে মাঝ সাগরে নৌকা ডুবে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে উদ্ধার করা হয়েছে।
মৌসম বিভাগ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে লাল সতর্কতা জারি করেছে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মঙ্গলবার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।পাপুম পারে এবং পশ্চিম কামেং জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে, মঙ্গলবার এবং বুধবার পূর্ব কামেং এবং পাক্কে-কেসাং জেলাগুলিতে খুব ভারী বৃষ্টিপাতে সতর্কতা রয়েছে। 
২৭ থেকে ৩১ তারিখ কেরল, লাদাখ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ সংলগ্ন হিমালয় পাদদেশ অঞ্চল, সিকিম, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ২৭ থেকে ২৯ তারিখ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম-মধ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি আছে। 

Leave a comment