Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

বন্যায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল, দেশজুড়ে চারজন নিহত

Kibria Ansary

Published: 25 July, 2024, 09:36 PM
বন্যায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল, দেশজুড়ে চারজন নিহত

মু্ম্বাই, ২৫ জুলাই: আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। হিমাঞ্চল প্রদেশে বন্যার কারণে সতর্কতা জারি করা হয়েছে। ভারি বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে মহারাষ্ট্রের পুনে ও মুম্বাইয়ে। এছাড়া গুজরাটের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে দেশজুড়ে অন্তত চারজন মারা গেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয়েছে মহারাষ্ট্রের পুনে ও মুম্বাই। শহর দুটির কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমড় সমান পানি জমে গেছে। তৈরি হয়েছে অচলাবস্থা। বহু আবাসিক এলাকা এবং স্কুল তলিয়ে গেছে। প্রতিকূল পরিস্থিতিতে স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুনে-কোলাড় সড়কে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। আর বন্যার পানিতে চলাচলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। এদিকে বন্যার পানিতে তলিয়ে থাকা এলাকাগুলো থেকে স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন দমকল কর্মীরা।

বন্যায় মুম্বাই শহরতলির স্বাভাবিক জনজীবন থমকে গেছে। অন্ধেরীতে পানি জমে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। মুম্বাই সংলগ্ন বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে। এর প্রভাব পড়েছে গণপরিবহণের ওপরেও। যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে উত্তর ভারতের হিমাচল প্রদেশ বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগে। এতে বন্ধ হয়ে গেছে ১৫টি সড়ক। বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক জায়গায় পাহাড়ে ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবার রাতে মানালি-ল জাতীয় সড়কের পলচানের কাছে ভারি বৃষ্টিপাতের কারণে রাস্তায় বিশাল পাথর এসে পড়ে। এতে বিপাকে পড়েছেন অনেকে।

দেশ - এর থেকে আরোও খবর

Four people died different parts of the country affected by floods

Leave a comment