Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'লাভ জিহাদ' ও 'ল্যান্ড জিহাদে' জড়িত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী: অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Kibria Ansary

Published: 20 July, 2024, 10:12 PM
'লাভ জিহাদ' ও 'ল্যান্ড জিহাদে' জড়িত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী: অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

রাঁচি, ২০ জুলাই: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম না করে হেমন্ত সোরেনের বিরুদ্ধে 'লাভ জিহাদ' ও 'ল্যান্ড জিহাদে' জড়িত থাকার অভিযোগ তুললেন তিনি। 'ভোট ব্যাঙ্কের জন্য তুষ্টি নীতি' নিয়ে চলেন হেমন্ত বলেও সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঝাড়খণ্ডে ব্যাপক অনুপ্রবেশের ফলে আদিবাসী জনসংখ্যা হ্রাস পেয়েছে। বিজেপি যদি রাজ্যে সরকার গঠন করে তবে আদিবাসীদের জমি ও অধিকার রক্ষার জন্য জনবিন্যাস সম্পর্কিত একটি 'শ্বেতপত্র' প্রকাশ করবে। আগামী বিধানসভায় রাজ্যে বিজেপি সরকার গঠনের আশা প্রকাশ করে বিজেপি নেতা বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫২টিতে বিজেপি জিতেছে।

প্রভাত তারা ময়দানে বিজেপির বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "ঝাড়খণ্ডে সরকার গঠনের পর আমরা জনবিন্যাস নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করব যাতে আদিবাসী মানুষ, তাদের জমি, সংরক্ষণ এবং অধিকার রক্ষা করা যায়।" তাঁর অভিযোগ, হাজার হাজার অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে ঢুকে আদিবাসী মহিলাদের বিয়ে করছে, শংসাপত্র জোগাড় করছে, জমি কিনছে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে অমিত শাহর বক্তব্য, অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করে স্থানীয় মানুষের চাকরি দখল করছে। হেমন্ত সোরেন তার ভোট ব্যাংক বাড়াতে ব্যস্ত। তার কল্যাণমূলক প্রকল্পের মানে তার পরিবারের কল্যাণ। ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি, তোষণ, পরিবারতান্ত্রিক রাজনীতি এবং জাতীয় সুরক্ষার সাথে আপস করা সত্ত্বেও তারা "ঔদ্ধত্য দেখানোর" অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a comment