ঝাড়খণ্ড সীমান্ত সিল করল রাজ্য দীর্ঘ লাইনে প্রতীক্ষায় ট্রাকগুলি
মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ, সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হল ভিডিয়ো, গ্রেফতার যুবক
কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা গায়েব! দাবি শঙ্করাচার্যের
শ্রীনগর, ২৬ জুলাই: বিগত কয়েকদিন ধরেই সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। এবার পঞ্জাবের পাঠানকোটে বেশ কয়েকজন সন্দেহভাজনদের দেখা গেছে বলে দাবি স্থানীয় এক মহিলার। জঙ্গি অনুপ্রবেশের সন্দেহে জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সেনা স্কুল। পঞ্জাবের পাঠানকোট জেলার এক মহিলার দাবি, তিনি সাতজন অপরিচিত ব্যক্তিকে দেখে তার সন্দেহজনক বলে মনে হয়েছে। নিরাপত্তার স্বার্থে শনিবার পর্যন্ত সেনা স্কুল বন্ধ রাখা হবে।
সুরক্ষার কথা মাথায় রেখে সেনা টহলদারি সহ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পঞ্জাব পুলিশ ওই সন্দেহভাজনদের মধ্যে একজন ব্যক্তির স্কেচ প্রকাশ করেছে। স্থানীয়দের সতর্ক থাকার কথা বলা হয়েছে। সন্দেহভাজন কোনও ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখলে অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের এক উর্ধতন আধিকারিক জানিয়েছেন, একজন স্থানীয় মহিলার বয়ান অনুযায়ী সাতজন সন্দেহজনক ব্যক্তি ফাংতলি গ্রামে তার বাড়িতে এসে তার কাছে জল খেতে চেয়েছিলেন, কিছুক্ষণ পরে তারা চলে যান। পাঠানকোটের সিনিয়র পুলিশ সুপার সুহেল কাসেম মীর জানান, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান জারি আছে।
গত মাসেও একজন গ্রামবাসী জেলার একটি গ্রামে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখেছেন বলে দাবি করার পরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্তবর্তী পঞ্জাবের পাঠানকোট জেলা দুটি ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী আছে। একটি হয়েছিল ২০১৫ সালের গুরুদাসপুরের দিনানগরে এবং দ্বিতীয়টি ২০১৬ সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে।