Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

ভারতে আসছেন মুইজ্জু...... সম্পর্ক 'জোড়া' লাগাতে প্রথম দ্বিপাক্ষিক ভ্রমণ

ইমামা খাতুন

Published: 27 September, 2024, 07:45 PM
ভারতে আসছেন মুইজ্জু...... সম্পর্ক 'জোড়া' লাগাতে প্রথম দ্বিপাক্ষিক ভ্রমণ

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে আসছেন মুইজ্জু। এই প্রথম দেশে দ্বিপাক্ষিক সফরে আসছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। প্রধানমন্ত্রীর সঙ্গে  দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি অন্য নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। জানা গেছে, আসন্ন  অক্টোবর মাসে এদেশে সফর করবেন তিনি। ৭ থেকে ৯ অক্টোবর ভারতে থাকবেন।  ৮ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন তিনি ।  এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফর করবেন মুহাম্মদ মুইজ্জু। 

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে মলদ্বীপের ক্ষমতায় এসেছিলেন মুইজ্জু। নির্বাচনী প্রচারে ভারতের বিরুদ্ধে ঢালাও প্রচার করেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তাঁকে চিনপন্থী  ও ভারত বিরোধী হিসেবে তোপ দেগে থাকেন।  ক্ষমতায় আসার পর চিন সফরেও গিয়েছিলেন। তবে ভারতে আসেননি। সেই সময় ভারতের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধে লিপ্ত ছিলেন তিনি। প্রধানমন্ত্রী মোদির তৃতীয় বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে  দিল্লিতে এসেছিলেন মুইজ্জু। কিন্তু কারও সঙ্গে বৈঠক করেননি। তাই এই সফর দুই দেশের সম্পর্ক গড়তে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। ক্ষমতায় আসার পর থেকে নানা কারণে মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে টুইট যুদ্ধ লাগে দুই দেশের। তার পর  ‘মলদ্বীপ বয়কট’-এর ডাক পড়ে যায় দেশজুড়ে। মলদ্বীপের শয়ে শয়ে টিকিট বাতিল করে দেন এদেশের পর্যটকেরা।

মলদ্বীপ মূলত পর্যটননির্ভর দেশ। ভারত থেকে প্রতি  বছর বহু মানুষ সেখানে ঘুরতে যান। ভারতে ‘বয়কট মলদ্বীপ’ রব উঠলে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেকটাই ক্ষতির মুখে পড়ে। এর মাঝেই মলদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতেও বলেছিলেন মুইজ্জু। পর পর ঘটনাক্রমে দুই দেশের সম্পর্কের দুরত্ব বেড়ে যায়। তবে বিগত কয়েক মাস ধরে সম্পর্কের উন্নতির চেষ্টা চালাচ্ছে  মলদ্বীপ। এর আগে ভারত থেকে ঘুরে গিয়েছেন সে দেশের আর এক মন্ত্রীও। এ বার মুইজ্জু নিজে আসছেন দ্বিপাক্ষিক বৈঠক করতে।



Leave a comment