পুবের কলম, ওয়েবডেস্ক: বাবরির মতো ইস্যু আর চাই না। ঘৃণার বশে অন্যের ধর্মকে অপমান ও অবমাননা উচিত নয়। পুণেতে ‘বিশ্বগুরু ভারত’ শীর্ষক এক অনুষ্ঠানে গিয়ে উঠতি হিন্দু নেতাদেরকে উদ্দেশ্য করে এমনটাই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দাবি, বাবরি ধ্বংস থেকে শুরু করে রামমন্দির নির্মাণ পুরো আন্দোলনে বিরাট ভূমিকা ছিল সংঘ পরিবারের। এবার সেই সংঘপ্রধানের মুখে সম্প্রীতির বুলি।
সংঘপ্রধানের কথায়, রামমন্দির হিন্দুদের আস্থার বিষয় ছিল। সনাতনিরা চাইছিলেন ওখানে রামমন্দির নির্মাণ হোক। টাই হয়েছে। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনও জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটা উচিত হবে না।