পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হল কাজল শেখ’কে। কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার। কিন্তু কেন এই নিরাপত্তা তা নিয়ে কোনও মন্তব্য করেন নি কাজল শেখ।
ঘটনা প্রসঙ্গে কাজল শেখ জানিয়েছেন, সোমবার রাত থেকেই নিরাপত্তা বেড়েছে। কিন্তু কেন হঠাৎ নিরাপত্তা বাড়ানো হল, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি তিনি। তৃণমূল নেতা এদিন আরও বলেন, ‘হয়তো প্রশাসন নিরাপত্তা বাড়ানোর কথা মনে করেছে। তাই বাড়িয়েছে।’ যদিও জেলা পুলিশ সুপার এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুনঃ ‘গ্রিন স্ক্রিন ইস্যু’ ! চ্যাট খুলতেই বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর সে জেলায় অনুষ্ঠিত হতে চলেছে কোর কমিটির বৈঠক। তার আগে এই নিরাপত্তা বাড়ানোয় জেলা রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। কোর কমিটির ৬ জন সদস্যের পাশাপাশি উপস্থিত থাকতে চলেছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও। এতদিন বীরভূম জেলায় ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডল। এ বার সেই তালিকায় যুক্ত হলেন কাজল শেখও।