পুবের কলম, ওয়েবডেস্ক: ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনিদের ৫ লক্ষ টাকার অনুদান দিল দিল্লীর কীর্তি কিসান নামে এক কৃষক সংগঠন। ইউনিয়নের একটি প্রতিনিধি দল ভারতের ফিলিস্তিনি দূতাবাসে রাষ্ট্রদূত আবেদ এলরাজেগ আবু জাজেরের সঙ্গে দেখা করেন। তাঁর হাতেই ৫ লক্ষ টাকার অনুদান তুলে দেয় ঐ দলটি। শুধু তাই নয়, কীর্তি কিসান সংগঠনটি ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বরতার বিরুদ্ধেও সরব হয়েছেন। পাশাপাশি রাষ্ট্রসংঘকে ফিলিস্তিন সমস্যার একটি সমাধান খুঁজে বের করার দাবি জানিয়েছে।
এই প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে তারা ফিলিস্তিনের প্রতি অবিচারকে মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও জঘন্যতম বলে আখ্যা দিয়েছেন। অভিযোগ, আমেরিকার উস্কানিতেই ইসরাইল এহেন বর্বরতা করার সাহস পাচ্ছে। অবিলম্বে গণহত্যা বন্ধ করা হোক। নির্বিচারে শিশু, নারী, বৃদ্ধদের হত্যা করছে ইসরাইল। মানব জাতির কলঙ্ক ওরা। কীর্তি কিষান ইউনিয়ন এদিন ফিলিস্তিনের প্রতি ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে কথা বলা, স্থায়ী যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তার দাবিতে আন্তর্জাতিক মহলকে সোচ্চার হতে বলছেন। ইসরাইলের প্রধানমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করে সংগঠনটি বলে, নাৎসি শাসনামলে হিটলার যা করেছিল উনিও তাই করছেন।
1 Comment
Pingback: মণিপুরে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬ নিখোঁজের খোঁজ নেই – Puber Kalom – Bengali News Daily