ইম্ফল, ১৪ নভেম্বরঃ মণিপুরের পরিস্থিতি ফের অশান্ত হয়ে পড়ায় অতিরিক্ত ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। এর মধ্যে রয়েছে ১৫ কোম্পানি সিআরপিএফ এবং ৫ কোম্পানি বিএসএফ। এদের নিয়ে মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দাঁড়াল মোট ২১৮ কোম্পানি। গত সোমবার জিরিবামে জাকুরাডহর বারং বস্তিতে সিআরএফের সঙ্গে সংঘর্ষে ১১ কুকি নিহত হওয়ার পর কুকি জো অধ্যুষিত এলাকাগুলিতে ফের উত্তেজনা দেখা দিয়েছে।
কুকি সংগঠনগুলি দাবি করেছে জাকুরাডহরে যারা নিহত হয়েছেন, তারা কেউ জঙ্গি নয়, আসলে ওরা সকলে গ্রামীণ স্বেচ্ছাসেবক। তারা কুকি গ্রামগুলো পাহারা দিচ্ছিলেন। এদের গুলি করে মারা হয়েছে। কুকিদের এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মিশ্র বসতি এলাকাগুলিতে হামলা, গুলিচালায়, অগ্নিসংগোযের ঘটনা ঘটে। বুধবার বিবিন্ন সংগঠনগুলির বনধের মধ্যে তামেংলং জেলার ননিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী দু’টি ট্রাম্প জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ ফিলিস্তিনিদের ৫ লক্ষ টাকার অনুদান দিল্লির কৃষক সংগঠনের
গত সোমবার ভোরে জিরিবামে ডাকুরাডহর বারংবস্তিতে সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলার সময় যে তিন মহিলা ও তিন শিশু নিখোঁজ হয়েছিল, বৃহস্পতিবার পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। মণিপুর প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল তাদের উদ্ধার করতে দ্রুত পদক্ষেপ নিতে রাজ্যপাল লন্ডন প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছেন।
1 Comment
Pingback: গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে – Puber Kalom – Bengali News Daily