তেল আবিব, ৮ নভেম্বরঃ ইসরাইলের নয়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসরাইল ক্যাটজ। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর ক্যাটজকে নয়া দায়িত্ব দিল নেতানিয়াহুর সরকার। এতদিন বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন ইসরাইল ক্যাটজ। তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ায় বিদেশমন্ত্রীর পদে নিয়ে আসা হল গিডিয়ন সারকে।
প্রসঙ্গত, কদিন আগেই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেন বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা এবং লেবাননে ইসরাইলি হামলা নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর ওপর থেকে আস্থা হারান নেতানিয়াহু। যে কারনেই গ্যালান্টকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় প্রধানমন্ত্রীর দফতর। এক বিবৃতি দিয়ে বলা হয়, গাজা এবং লেবানন যুদ্ধে ইসরাইলের চলমান সামরিক অভিযান পরিচালনায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর থেকে নেতানিয়াহুর আস্থা উঠে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
Read More: ইউএনআরডব্লিউএ’র কোনো বিকল্প নেই: ইসরাইলের সমালোচনায় হু প্রধান
এক চিঠিতে নেতানিয়াহু লেখেন, ‘আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার আস্থা ভেঙে গেছে। ইয়োভ গ্যালান্টের সঙ্গে আমার যেসব মতপার্থক্য ছিল, সেসব নিরসনের জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু সেসব চেষ্টা কোনো কাজে তো আসেইনি, বরং জনগণের সামনে খুবই অগ্রহণযোগ্যভাবে প্রকাশিত হয়েছে।’ ইসরাইলি প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, ‘সবচেয়ে বাজে ব্যাপার হলো, বিভিন্ন ইস্যুতে আমাদের মতপার্থক্য শত্রুদেরও নজরে এসেছে। তারা এর থেকে ফায়দা তোলারও চেষ্টা করছেন। তাই আমার সামনে আর কোনো বিকল্প ছিল না।’