জেনেভা, ৫ নভেম্বর: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত বাসিন্দাদের সহায়তার জন্য রাষ্ট্রসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করে আইন পাস করেছে ইসরাইল। আইনে বলা হয়েছে, ইসরাইলের মূল ভূখণ্ড এবং ইসরাইল নিয়ন্ত্রিত ভূখণ্ডে কার্যক্রম চালাতে পারবে না ইউএনআরডব্লিউএ। নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস। তিনি বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ করার ইসরাইলি পরিকল্পনা সরকারকে নিরাপদ করবে না। একইসঙ্গে হু প্রধান সাফ জানিয়েছেন, “ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের সংস্থাকে নিষিদ্ধ করার ঘটনা গাজাবাসীর দুর্ভোগকে আরও গভীর করে তুলবে। রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়িয়ে তুলবে। আমি স্পষ্ট করে বলতে চাই, যে ইউএনআরডব্লিউএ’র কোনো বিকল্প নেই।”
Read More: ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশি আপসানা
ইহুদিবাদী সরকার ইতিমধ্যে ইউএনআরডব্লিউএ’র সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে। সোমবার রাষ্ট্রসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, হামাস কিভাবে ইউএনআরডাব্লিউএ-তে প্রবেশ করেছে সে বিষয়ে রাষ্ট্রসংঘকে যথেষ্ট প্রমাণ দেওয়ার পরও সংস্থাটি কোনো ব্যবস্থা নেয়নি। ইসরাইলি রাষ্ট্রদূতের দাবি, ইসরাইলি সরকার মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে। তবে যেসব সংস্থাগুলি সন্ত্রাসবাদকে সমর্থন করেছে, তাদের সাথে কোনও সহযোগিতা করবে না।
1 Comment
Pingback: ইসরাইলের নয়া প্রতিরক্ষামন্ত্রী ক্যাটজ, বিদেশমন্ত্রীর দায়িত্বে গিডিয়ন সার – Puber Kalom – Bengali News Daily