Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

যানজট রুখতে সরকারি পদক্ষেপে খুশি অমর্ত‍্য

Kibria Ansary

Published: 02 July, 2024, 11:02 PM
যানজট রুখতে সরকারি পদক্ষেপে খুশি অমর্ত‍্য

শান্তিনিকেতন: যানজট রুখতে রাজ‍্য সরকারের পদক্ষেপে কার্যত সম্মতি জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‍্য সেন। মঙ্গলবার অর্থনীতিবিদের সাথে পৌরপ্রধানের সৌজন্য সাক্ষাতে উঠে আসে সেই প্রসঙ্গ। সাক্ষাৎ শেষে বোলপুর পৌরপ্রধান পর্ণা ঘোষ সেই কথা জানান। বোলপুর শান্তিনিকেতনে একশো চল্লিশ ফুট সরকারি রাস্তা অবৈধ দখলদারির কারণে চল্লিশ ফুটে দাঁড়িয়েছে। তবে রাস্তা যানজট মুক্ত করতে পদক্ষেপের পাশাপাশি চলমান ঠেলাগাড়ি এবং হকারদের কথাও মাথায় রাখছে বোলপুর প্রশাসন। সেকথাও অর্থনীতিবিদকে পৌরপ্রধান জানান।

দিন কয়েক আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এসেছেন তার শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে মঙ্গলবার বোলপুর পৌরসভার পক্ষ থেকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করলেন পুরপ্রধান পর্ণা ঘোষ, সুদীপ্ত ঘোষ। তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে পুরপ্রধান পর্ণা ঘোষ জানান, বেশ কয়েকদিন ধরেই উচ্ছেদের কাজ চলছে বোলপুরে। তাই ইচ্ছে থাকলেও আগে আসতে পারেননি। সময় করে আজ চলেই এলেন। যে কাজ বোলপুর পৌরসভা করছে তার পক্ষেই আছেন অর্থনীতিবিদ। ব্যক্তিগতভাবে তিনি জানিয়েছেন যানজটের সমস্যায় তাঁকেও পড়তে হয়েছে। যানজট মুক্ত হবে বোলপুর শহর শুনে খুশি অমর্ত্যবাবু।

রাজ্য - এর থেকে আরোও খবর

Amartya is happy government's steps to prevent traffic jams

Leave a comment