Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

শিক্ষক ও পড়ুয়াদের তথ্য জানতে নয়া পোর্টাল খুলছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ

Kibria Ansary

Published: 05 July, 2024, 10:11 PM
শিক্ষক ও পড়ুয়াদের তথ্য জানতে নয়া পোর্টাল খুলছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ

পুবের কলম প্রতিবেদক: শিক্ষক ও পড়ুয়াদের সুবিধার জন্য নয়া পোর্টাল খুলছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। শুক্রবার মাদ্রাসা শিক্ষা পর্ষদ জানিয়েছে,  নয়া পোর্টাল খোলা হচ্ছে। এতে পড়ুয়া ও শিক্ষক সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করা সম্ভব হবে। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে এসএমএস পোর্টাল ফর মাদ্রাসা। স্কুল শিক্ষা দফতরের আদলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ছাত্র-ছাত্রীদের মার্কশিট আপলোড, শিক্ষক শূন্যপদ সংক্রান্ত যাবতীয় তথ্য এই পোর্টালে আপলোড করা যাবে।   

এদিকে স্কুলে শিক্ষা দফতরের রয়েছে আলাদা একটি পোর্টাল। তাতে সব  তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়।  শিক্ষকদের যাবতীয় তথ্য শিক্ষা দফতরের পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের সব সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সরকারি পোর্টালে তথ্য আপলোড করতে বলা হয়। বাংলার শিক্ষা পোর্টালে সব নথি আপলোড করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিচারপতি মনে করেন, যে শিক্ষক বা শিক্ষিকারা স্কুলে পড়াচ্ছেন, তাঁদের যোগ্যতা কী, তা পড়ুয়াদের অভিভাবকদের জানা উচিত। একই সঙ্গে পড়ুয়াদের তথ্যও দফতরে থাকা উচিত।

অভিযোগ উঠেছে, বহু শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা নেই, অথচ তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। রাজ্যকে সেই জন্য প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা কী, তা সরকারি পোর্টালে আপলোড করতে হবে। একই সঙ্গে এবার মাদ্রাসা শিক্ষা পর্ষদ তথ্য আপলোডের জন্য নয়া পোর্টাল খুলছে। এতে শিক্ষক ও পড়ুয়াদেরও সুবিধা হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

Leave a comment