Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

এবার খিদিরপুরে গণপিটুনির শিকার যুবক, নিজেদের মধ্যে অশান্তির জেরেই এই কাণ্ড দাবি পুলিশের

ইমামা খাতুন

Published: 03 July, 2024, 04:38 PM
এবার খিদিরপুরে গণপিটুনির শিকার যুবক, নিজেদের মধ্যে অশান্তির জেরেই এই কাণ্ড দাবি পুলিশের
প্রতীকী ছবি

পুবের কলম,ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে গণপিটুনি যেন ছোঁয়াচে আকার ধারণ করেছে। ইতিমধ্যেই পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিরো টলারেন্সের কথা জানিয়েছেন তিনি। এই আবহে ফের কলকাতার বুকে যুবককে ‘গণপিটুনি’র ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার ঘটনাস্থল  খিদিরপুরের একটি গেস্ট হাউস। অভিযোগ, তিন যুবক মিলে তাঁকে মারধর করে। গেস্ট হাউসেও ভাঙচুর করা হয়। নির্যাতিতের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়। যদিও লালবাজারের দাবি, এটা গণপিটুনির ঘটনা নয়। নিজেদের মধ্যে অশান্তির জেরেই এই ঘটনার সূত্রপাত। এদিন বাঁশ, লাঠি দিয়ে মারা হয় ইস্তাককে। ঘুষি, লাথিও মারা হয়। এর পর ওয়াটগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে একবালপুরের এক নার্সিংহোমে ভর্তি হন তিনি। ইস্তাক তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।     

 

 

Leave a comment