Thu, July 4, 2024

ই-পেপার দেখুন

পুলিশ অফিসারের বাড়ির আলমারি ভেঙে চুরি, তদন্তে পুলিশ

Kibria Ansary

Published: 29 June, 2024, 04:25 PM
পুলিশ অফিসারের বাড়ির আলমারি ভেঙে চুরি, তদন্তে পুলিশ

পুবের কলম, ওয়েবডেস্ক: দিনের আলোতেই এক পুলিশ অফিসারের বাড়ির আলমারি ভেঙে চুরির ঘটনা ঘটল। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার মুড্ডা গ্রামের। প্রায় ৩ লক্ষ ২৪ হাজার টাকা নগদ সহ একজোড়া সোনার কানের দুল ও দুটি সোনার আংটি চুরি গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এদিন বড়ঞা থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার সাথে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের অবসরপ্রাপ্ত এনভিএফ সাইদুর রহমান এদিন বাড়িতে একাই ছিলেন। তাঁর ছেলে পাবেল পাশা ওরফে বিপ্লব মোল্লা বর্তমানে জঙ্গিপুর থানায় কনস্টেবল পদে রয়েছেন। তবে এদিন সাইদুর সাহেব বাড়িতে একাই ছিলেন। পরিবারের সকলেই একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলে দাবি। সাইদুর সাহেব বলেন, পরিবারের সকলে বিয়েতে যাওয়ার কারণে আমি বাড়ির ভিতরে তালা মেরে বারান্দায় একাই বসেছিলেন। সেইসময় কয়েকজন যাযাবরকে বাড়ির মধ্যে দেখতে পাই। ওদের জীজ্ঞাসা করলে উঠানে পড়ে থাকা আম সংগ্রহ করছে বলে জানায়। ওদের দুঃস্থ ভেবে আমি তাতে আপত্তিও করিনি। কিন্তু ওরা চলে যেতেই বাড়ির ভিতরে ঢুকে দেখি গ্রীলের তালা কাটা। দুটি ঘরের ভিতরে লুটপাট করা হয়েছে। আলমারি ভেঙে নগদ ও সোনার গহনা চুরি গিয়েছে। যদিও পরে ওইসকল যাযাবরদের আর দেখা যায়নি।

রাজ্য - এর থেকে আরোও খবর

Police officer's house cupboard broken and stolen police investigating

Leave a comment