Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

উপচে পড়া ভিড়, শিয়ালদহ শাখায় ট্রেন থেকে পা পিছলে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

News Desk

Published: 07 June, 2024, 07:55 PM
উপচে পড়া ভিড়, শিয়ালদহ শাখায় ট্রেন থেকে পা পিছলে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভিড়ে উপচে পড়ছে ট্রেন। যাত্রীদের ধাক্কাধাক্কি থেকে ভিড়ে চাপে প্রাণ ওষ্ঠাগত। কিন্তু সেই অবস্থার মধ্যেই এক দুর্ঘটনা ঘটে গেল শিয়ালদহ মেন শাখায়। ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল মহম্মদ আলি হাসান আনসারি নামে ২২ বছরের এক যুবকের। জানা গেছে, শুক্রবার সকালে শিয়ালদহ মেন শাখায় টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ভিড় চাপে পড়ে যান ওই যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আনসারিকে মৃত বলে জানান চিকিৎসকেরা। আনসারি টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছেলেটি ভিড় ট্রেনে উঠতে পারেনি, বাইরে ঝুলছিল। এদিকে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। হাসপাতালেও ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে পরিবার ও পড়শিদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। হাসপাতালের সুপার অমিতাভ ভট্টাচার্য গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।

শিয়ালদহে আগামী চারদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। স্টেশন সম্প্রসারণ ও পরিকাঠামো বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল। এর জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেন বাতিল থাকবে, তা রেলের তরফ থেকে স্পষ্ট করে কিছু না বলায় এই হয়রানির শিকার হতে হচ্ছে।

 

Leave a comment