Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

সিউড়ি ব্যাংক ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড গ্রেফতার

Bipasha Chakraborty

Published: 03 July, 2024, 08:00 PM
সিউড়ি ব্যাংক ডাকাতির ঘটনায়  মাস্টারমাইন্ড গ্রেফতার

কৌশিক সালুই বীরভূম:- ব্যাংকের ডাকাতির ঘটনায় বড়সড়  সাফল্য পেল বীরভূম পুলিশ। ঘটনার মাস্টারমাইন্ডকে ছত্তিশগড় থেকে উদ্ধার করল। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে সিউড়ি শহরের রবীন্দ্রপল্লীর ভারতীয় স্টেট ব্যাঙ্কের দুঃসাহসিক ডাকাতির ঘটনার  মাস্টারমাইন্ডকে ধরে ফেলল পুলিশ। ধৃত ব্যক্তি নাম রাজেশ কুমার দাস বাড়ি বিহারের গয়া জেলা এলাকায়। তাকে ছত্তিশগড়ের রায়গর ডিস্ট্রিক্ট জেল থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছে সিউড়ি থানার পুলিশ। এর আগে ওই ঘটনায় একই জায়গার বাসিন্দা সত্যেন্দ্র রবিদাস নামে এক ডাকাতকে পুলিশ ধরে ফেলে। তাকে জিজ্ঞাসা বাদ করে  মাস্টারমাইন্ডের খোঁজ পায়। পুলিশ তদন্ত করে জানতে পারে ছত্তিশগড়ের রায়গর জেলায় ব্যাংক ডাকাতি করতে গিয়ে ওই ব্যক্তি ধরা পড়ে গিয়েছিল তারপর থেকে সেখানেই জেলে বন্দী ছিল।

  প্রসঙ্গত বিগত ২০২৩ সালের ১৩ই জুন সিউড়ি শহরের রবীন্দ্রপল্লী ভারতীয় স্টেট ব্যাঙ্ক শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের দল আনুমানিক ২৮ লক্ষ টাকা এবং প্রায় এক কিলো ৭০০ গ্রাম সোনা লুট করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পাঁচ অক্টোবর মহারাষ্ট্রের মুম্বাই থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল সত্যেন্দ্র রবিদাসকে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার  মাস্টারমাইন্ড রাজেশ কুমার দাসের নাম জানতে পারে।

তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। সিউড়ি থানার আইসি দেবাশিস ঘোষ বলেন," ব্যাংকে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ডকে ধরে ফেলা হয়েছে। দ্রুত পুরো ঘটনার সম্পূর্ণ কিনারা করা হবে"।

Leave a comment