Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

বাঘের আক্রমণে ক্ষত বিক্ষত সুন্দরবনের  মৎস্যজীবি, ভর্তি হাসপাতালে

Bipasha Chakraborty

Published: 03 July, 2024, 08:57 PM
বাঘের আক্রমণে ক্ষত বিক্ষত সুন্দরবনের  মৎস্যজীবি, ভর্তি হাসপাতালে

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সুন্দরবনে বাঘের কামড়ে আহত ও নিহতের ঘটনা লেগেই আছে।এবারে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলো সুন্দরবনের এক মৎস্যজীবি।গত মঙ্গলবার সুন্দরবনের কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার এক মৎস্যজীবি হরিপদ দাস তিনজন সঙ্গীকে সাথে নিয়ে সুন্দরবনের সূর্যমনীর জঙ্গলে যায় মাছ ধরতে। বুধবার সকালে জঙ্গল থেকে ফেরার পথে সামনে থেকে আচমকা একটি বাঘ হরিপদর মুখের ওপর পড়ে তাকে গভীর জঙ্গলে নিয়ে যেতে চাইলে তাঁর সাথে থাকা সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে বাঘের মুখ থেকে হরিপদ দাস (৩৫)কে জীবিত অবস্থায়ই ফিরিয়ে আনে।

বাঘটি আচমকা আক্রমণের ভয়ে মুখের খাবার ফেলে পালিয়ে যায়।আর এদিকে গুরুতর আহত হরিপদকে নিয়ে এসে প্রথমে জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পি জি  হাসপাতালের ট্রমা কেয়ারে স্থানাতরিত করা হয়।হরিপদর বাড়িতে মা,বাবা,স্ত্রী ও একটি সন্তান আছে।

একটি পরিসংখ্যান অনুযায়ী এ বছর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সুন্দরবনে বাঘের আক্রমণের মৃত্যু ও আহতের সংখ্যা ৯ জন।সুন্দরবনের বাঘের আক্রমনে ক্ষতিগ্রস্থদের পাশে থেকে দীর্ঘ দিন ধরে লড়াই করে চলেছে এপিডিআর নামে একটি মানবাধিকার সংগঠন।

আর সেই সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ সম্পাদক মিঠুন মন্ডল বুধবার বলেন, সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে সুন্দরবনের বহু গরীব মানুষ।

বিকল্প কর্মসংস্থান না থাকায় আজ জীবন হাতে নিয়ে তাঁরা জঙ্গলে যাচ্ছে।আর ক্রমাগত ক্ষতির মুখে পড়ছে।আমাদের দাবি -১) চিকিৎসার সমস্ত দায়িত্ব বিনামূল্যে সরকারি ভাবে করতে হবে।২) গুরুতর আহতদের ক্ষেত্রে রাজ্য সরকারের জয়েন্ট সেক্রেটারির ২০১৮ সার্কুরাল অনুযায়ী ২ লক্ষ টাকা ক্ষতি পূরন দিতে হবে।৩) আহতদের সম্পূর্ন সুস্থ না হওয়া পর্যন্ত সংসার চালানোর সমস্ত দায়িত্ব সরকারি কে নিতে হবে।নাহলে এদের পাশে থেকে আমাদের আন্দোলন চলবে।

Leave a comment