Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

জয়নগর: স্থানীয় মানুষ, পুলিশ ও হ্যাম রেডিওর উদ্যোগে দুবছর পর বাড়ি ফিরছে ভারসাম্যহীন মহিলা

Bipasha Chakraborty

Published: 03 July, 2024, 01:57 PM
জয়নগর: স্থানীয় মানুষ,  পুলিশ ও হ্যাম রেডিওর উদ্যোগে দুবছর পর বাড়ি ফিরছে ভারসাম্যহীন মহিলা

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :  দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের ঢোষা এলাকায় এক মহিলাকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে বহু মানুষ।প্রশ্ন করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন ওই মহিলা। বোঝা যায় ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।স্থানীয় যুবক অতনু সরদার ও নস্কর বিল্ডার্স এর মালিক দ্রুত ঐ মহিলাকে নজরে রেখে স্থানীয় জয়নগর থানা ও হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সাথে যোগাযোগ করেন ।

জানা যায় ঐ মহিলার নাম তাপসী ঘোষ । দুই মেয়ের বিয়ে দিয়ে স্বামী মনোজ  ঘোষ কেরলে কোটেম এ রাজমিস্ত্রির কাজ করেছে। বৌ একাই থাকে বীরভূমের পাইকর থানার অন্তর্গত আমডোল গ্রামে। কেরলে মনোজ ঘোষ দুই বছর আগে জানতে পারেন তার বৌ বাড়িতে নেই। দুই মেয়েরা ও তাদের জামাইরা অনেক খোঁজাখুঁজি করেও পাননি। তবে ঐ মহিলা তাঁর ঠিকানা বা নাম পরিচয় সঠিক বলতে পারেনি।ধোষা অঞ্চলের স্থানীয় মানুষই তাঁর খাবার ও দেখভাল করছেন। দ্রুতই মহিলার পরিবারকে পাওয়া গেছে ফলে এলাকার মানুষ খুবই খুশি।আর এরজন্য তাঁরা ধন্যবাদ দিয়েছে হ্যাম রেডিও ও জয়নগর থানার পুলিশকে।পরিবারের লোকেরা দ্রুত তাদের আপনজনকে নিতে আসছেন।

বর্তমানে ছেলেধরা গুজবের মাঝেই স্থানীয় মানুষের চেষ্টায় হারিয়ে যাওয়া এক মহিলা ফিরে যাচ্ছে তাঁর দেশের বাড়িতে।

এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন,জয়নগর এলাকার মানুষকে ধন্যবাদ জয়নগর থানা ও আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমরা খুব শ্রীঘ্রই ওই মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দেব। 

Leave a comment