Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জয়নগরে বেআইনি নির্মাণ ভেঙে দিলো প্রশাসন

Bipasha Chakraborty

Published: 25 June, 2024, 08:32 PM
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জয়নগরে বেআইনি নির্মাণ ভেঙে দিলো প্রশাসন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বেআইনি নির্মাণ ভেঙে দিলো প্রশাসন জয়নগরে।২০১৮ সালে জয়নগর মজিলপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের উওরপাড়ার বাসিন্দা অভিজিৎ সরকার কলকাতা হাইকোর্টে পৌরসভার ১১ নং ওয়ার্ডের ডোম পাড়ায় আলম লস্কর নামে এক ব্যক্তির বেআইনি নির্মাণ কাজ নিয়ে জনস্বার্থে মামলা দায়ের করেন। তিনি মামলায় উল্লেখ করেন আলম লস্কর নামে এক ব্যক্তি সরকারি জলনিকাশী নালার ওপর বেআইনি নির্মাণ কাজ করায় জল পথ বন্ধ হয়ে গেছে,জলপথ পরিস্কার করার জায়গা পর্যন্ত নেই। তাই অবিলম্বে এই বেআইনি নির্মাণ কাজ ভেঙে জলনিকাশী নালার জলপথ বের করার আবেদন জানায়।দীর্ঘ কয়েক বছর ধরে এই মামলা চলার পর অবশেষে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই বেআইনি নির্মাণ কাজ ভেঙে দেওয়ার পক্ষে রায় দেয়।

আর তার পরেই মঙ্গলবার দুপুরে জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল,জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল, স্থানীয় কাউন্সিলার নব গোপাল গাঙ্গুলি, মামলাকারী অভিজিৎ সরকারের উপস্থিতিতে ওই বেআইনি নির্মাণ কাজ ভেঙে দেওয়া হয়।এদিন এই নির্মাণ কাজ ভেঙে দেওয়ার সময় যে কোনো ধরনের অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এব্যাপারে স্থানীয় কাউন্সিলার নবগোপাল গাঙ্গুলী বলেন,সরকারি নির্দেশ মেনে এই কাজ করা হয়েছে।জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বেআইনি নির্মাণ নিয়ে কঠোর সমালোচনা করেছেন।আর এই পৌরসভায় বেআইনি ভাবে নির্মাণ কাজ ভেঙে দেওয়া হবে এবার সরকারি নিয়ম মেনেই।

Leave a comment