Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

ক্যানিং ও বাসন্তীতে বাজ পড়ে মৃত ২

Bipasha Chakraborty

Published: 21 June, 2024, 02:15 PM
ক্যানিং ও বাসন্তীতে বাজ পড়ে মৃত ২

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,দ: ২৪ পরগনা: দীর্ঘ প্রতীক্ষার পর  অবশেষে স্বস্তির বৃষ্টি আর বৃষ্টির সঙ্গেই বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। একদিকে ক্যানিংয়ে মাঠে ফুটবল খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক নাবালকের।

অন্যদিকে বাসন্তীর চুনাখালীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় বিকাল চারটার পর থেকে মুষলধারে বৃষ্টি আর তার সঙ্গে অনবরত বাজ পড়তে থাকে। আর সেই সময় মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন যুবক হঠাৎই বাজ পড়ে মৃত্যু হয় এক নাবালকের। মৃতের নাম সফিক মোল্লা।  ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের শিবনগর গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালীন মাঠে ফুটবল খেলার সময় বাজ পড়লে সফিক গুরুতর আহত হলে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সফিককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। দেহটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়।

অন্যদিকে চুনাখালীতে বাজ পরে মৃত্যু হল আরও এক যুবকের, মৃতের নাম রহমান মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ গোসাবা বাসন্তী থানার অন্তর্গত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের হাট খোলা মাঝের পাড়ায় বৃহস্পতিবার বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাঁর মধ্যে মাঝে মাঝে বাজ পড়ছিল।

সেই সময় রহমান বাড়ির কাছে নদীতে মাছ ধরছিল।নদী থেকে উঠে বাড়ি ফেরার সময় নদীর পাড়ে বজ্রঘাতেই তার মৃত্যু হয়। দুটি ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ দুটি মৃতদেহই শুক্রবার বেলায় ক্যানিং থেকে ময়নাতদন্তের জন্য পাঠালো।

Leave a comment