Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ভরা কোটালে বাঁধ ভাঙার আশংকায় সুন্দরবনের মানুষ

Bipasha Chakraborty

Published: 24 June, 2024, 08:14 PM
ভরা কোটালে বাঁধ ভাঙার আশংকায় সুন্দরবনের মানুষ

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: ভরা পূর্ণিমার কোটালে নদীর বাঁধ ভাঙার আতঙ্কে সুন্দরবনের মানুষ। একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে নদী বাঁধ ভাঙার আতঙ্ক পিছু ছাড়ছে না সুন্দরবনের সাগর দ্বীপের বাসিন্দাদের। স্বস্তির বৃষ্টির ফলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ চাষের কাজে নেমে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সাগরের চাপাতলা, কচুবেড়িয়া, কশতলা সাপখালি, সুমতিনগর, বঙ্কিমনগর,মহিষামারি সহ একাধিক জায়গায় নদী বাঁধের বেহাল দশা। বাঁধ গুলির মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।কিন্তু এই বর্ষাকালে বাঁধের কাজ করলে তা বেশিদিন স্থায়ী হয় না। সামনের অমাবস্যা পূর্ণিমার কোটালে ভাঙার সম্ভাবনা আছে।

গ্রামবাসীদের দাবি,বর্ষাকাল বাদ দিয়ে অন্য কোনও সময় বাঁধ মেরামতি করলে বাঁধ মজবুত হয় বেশিদিন।এদিকে কয়েকদিন পর থেকে ভারী বৃষ্টি শুরু হবে,তখন বাঁধের কাজ করা যাবে না। বাঁধ ভেঙে চাষের সময় নোনা জল প্লাবিত হবে জমি।আমরা চাই প্রশাসন বিষয়টার উপর নজর দিক।

এ ব্যাপারে সাগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন কুমার প্রধান জানান, বেহাল নদী বাঁধ গুলোর মেরামতির কাজ শুরু হয়েছে।বর্ষায় যাতে বাঁধ না ভাঙে, প্রশাসন সেদিকে নজর রাখছে।

Leave a comment