Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সৌজন্য বজায় রেখে মোদি ও শাহকে আম পাঠালেন মমতা

Bipasha Chakraborty

Published: 22 June, 2024, 08:42 PM
সৌজন্য বজায় রেখে মোদি ও শাহকে আম পাঠালেন মমতা



নিজস্ব প্রতিনিধি: নির্বাচন এলে যতই রাজনীতির লড়াই হোক না কেন কেন্দ্র রাজ্যের মধ্যে। অন্য সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্যায়ন কম থাকেনা। কেন্দ্রের দুই শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে  বাংলার আম পাঠালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মোদি-শাহের পাশাপাশি তিনি আম পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলার  মালদা জেলায় চাষ হওয়া হিমসাগর, ল্যাংড়া, মল্লিকা এবং আম্রপালি, এই ৪ প্রজাতির ১০ কিলো করে আম  ঝুড়ি ভর্তি করে দিল্লিতে পাঠানো হয়েছে। রাজনৈতিক ময়দানে যত লড়াই বা বিরোধিতা থাক, বাংলার এই ফল পাঠিয়ে কার্যত সৌজন্য বজায় রাখলেন মমতা। সেই কারণেই প্রতিটি ঝুড়ির সঙ্গে পাঠানো হয়েছে তাঁর নাম লেখা শুভেচ্ছা কার্ড। তবে এই প্রথমবার নয় যে মমতা মোদি-শাহকে আম পাঠালেন, এর আগেও তিনি দিল্লিতে আম পাঠিয়েছেন। 

Leave a comment