Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ফের শহরে আগুন, বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড

Bipasha Chakraborty

Published: 25 June, 2024, 07:43 PM
ফের শহরে আগুন, বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড

 

 

পুবের কলম প্রতিবেদক: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে বড়বাজার মেহতা বিল্ডিং আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের দশটা ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

পার্ক স্ট্রিট, অ্যাক্রপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানে রয়েছে ওষুধের পাইকারি দোকান। এছাড়াও বিভিন্ন সামগ্রীর দোকান ও গুদাম রয়েছে।

এদিনের অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে স্বস্তির বিষয় আগুনের ভয়াবহ আকার নেয়নি। কিন্তু যেহেতু বড়বাজার ঘিঞ্জি এলাকা সেইজন্য আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। কোন প্রাণহানির খবর সামনে আসেনি। কি করে মেহতা বিল্ডিং আগুন লাগল তা জানা যায়নি। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

তবে আচমকাই মঙ্গলবার বিকেলে এই অগ্নিকাণ্ডের জেরে বড়বাজারের মত ব্যস্ত এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসে মোট চারবার কলকাতায় আগুন লাগার খবর সামনে এসেছে। গত ১১ জুন ক্যামাক স্ট্রিটের একটি রেস্তরাঁ, ১৪ জুন অ্যাক্রোপলিস মলে এবং ২২ জুন গাস্টিন প্লেসের পুরনো বাড়িতে আগুন লাগার পর ফের মঙ্গলবার কলকাতায় লাগল আগুন। বারবার কি করে ব্যস্ত শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

(আগুনের ছবি-সন্দীপ সাহা)
 

Leave a comment