Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

ফের আগুনের গ্রাসে কলকাতা, গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

Bipasha Chakraborty

Published: 22 June, 2024, 01:41 PM
ফের আগুনের গ্রাসে কলকাতা, গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আগুনের গ্রাসে কলকাতা। শনিবার ভোর ৪টে নাগাদ ব্যাঙ্কশাল কোর্টের পাশে ৫ নম্বর গার্স্টিন প্লেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির তিনতলায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ভিতরে বিস্ফোরণের শব্দ হতে থাকে। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নেভাতে দেরি হয়। ভবনটিতে ২০-২৫টি পরিবারের বাস। দ্রুত তাদের সেখান সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তবে দমকল আসতে দেরি হওয়ায় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। এমনকী তারা ক্ষোভ উগরে দেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। শনিবার ভোর ৪ টে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা হু হু ছড়িয়ে পড়ে। দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে উপস্থিত হয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা স্পষ্ট নয়। জানা গিয়েছে,আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বাড়ির উপরের তলাটি ভষ্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, তাঁরা একটি সিলিন্ডার ফাটার শব্দ পেয়েছিলেন। দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ। তবে শনিবার, ছুটির দিনে কীভাবে এসি চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটি। তবে কেউ থাকতেন না এই বাড়িতে। অফিস হিসাবেই ভাড়া দেওয়া হত।

Leave a comment