Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ায়

Bipasha Chakraborty

Published: 21 June, 2024, 02:32 PM
চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ায়

 

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া:  চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার বাউড়িয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দশটা নাগাদ ওই প্রসূতিকে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে আনা হয়।

পরিবারের অভিযোগ, হাসপাতালে কোনওরকম চিকিৎসা না করে গৃহবধূকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। সে সময় হাসপাতালের কোনও অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যায়নি। বাড়ির লোককে অ্যাম্বুলেন্স খুঁজতে প্রায় দু'ঘণ্টা দেরি হয়। দু'ঘণ্টা পর অ্যাম্বুলেন্সে করে প্রসূতিকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তাঁর সন্তান প্রসব হয়। সেই সময় পরিবারের লোকজন স্থানীয় একটি ডাক্তারের কাছে গিয়ে তাঁর প্রসব করায়।বৃহস্পতিবার সকালে প্রসূতির অবস্থা ফের অবনতি হওয়ায় পুনরায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই প্রসূতির মৃত্যু হয়। এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, এদিন সকালেও প্রসূতির কোনওরকম চিকিৎসা করা হয়নি।

এই গাফিলতির ফলেই মৃত্যু হয় তাঁর। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসার আগেই উনি মারা যান। তাই ময়নাতদন্ত করতে হবে। মৃতার পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে অস্বীকার করে। এই নিয়ে মৃতার পরিবারের লোকজন বিক্ষোভ দেখা

Leave a comment