Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

নিরাপত্তার গাফিলতি! মেধাবী শিক্ষার্থী ফায়জান আহমেদ ও দেবিকা পিল্লাইয়ে মৃত্যুতে আইআইটি ডিরেক্টর সহ এসএসও'র গ্রেফতারের দাবি

Bipasha Chakraborty

Published: 20 June, 2024, 02:13 PM
নিরাপত্তার গাফিলতি! মেধাবী শিক্ষার্থী ফায়জান আহমেদ ও দেবিকা পিল্লাইয়ে মৃত্যুতে আইআইটি ডিরেক্টর সহ এসএসও'র গ্রেফতারের দাবি

 

 

 

 

 

পুবের কলম প্রতিবেদকঃ খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র ফায়জান আহমেদকে হত্যা করা হয়েছে দ্বিতীয় ফরেন্সিক রিপোর্টে বিস্ফোরক সেই তথ্য সামনে এসেছে এই ময়নাতদন্তের নেতৃত্বে ছিলেন ড. এ কে গুপ্তা তিনি আদালতে জানিয়েছেন, 'এটি কোনও আত্মহত্যার ঘটনা নয় আইআইটির এই মেধাবী ছাত্রটিকে খুন করা হয়েছে কারণ ফায়জানের শরীরে একাধিক ক্ষত পাওয়া গেছে' এদিকে ফায়জানের ঘটনার মধ্যেই সম্প্রতি খড়গপুর আইআইটির অপর এক পড়ুয়ার রহস্যমৃত্যুর খবর সামনে আসে ১৭ জুন দেবিকা পিল্লাইয়ের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেবিকা খড়গপুরের বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন দুই মেধাবী পড়ুয়ার এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা দেশজুড়ে উত্তেজনা ছড়িয়েছে

 

বৃহস্পতিবার ফায়জান আহমেদ ও দেবিকা পিল্লাইয়ের মৃত্যুর প্রতিবাদে খড়গপুর আইআইটি প্রাঙ্গণে প্রতিবাদ দেখায় 'খড়গপুর নাগরিক মঞ্চ' এই আন্দোলনের নেতৃত্ব দেন ট্রেড ইউনিয়ন লিডার আইয়ুব আলি খান ও পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দেবাশিস সেনগুপ্ত আইআইটি খড়গপুরের ডিরেক্টর বি কে তিওয়ারি ও এসএসও প্রমোদ কুমারের গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ দেখায় তারা স্থানীয়, বিশিষ্ট মিলিয়ে প্রায় ১০০ জনের মতো মানুষ এই বিক্ষোভে অংশ নেন

খড়গপুর জাগরণ মঞ্চ-এর তরফে আয়ুব আলি বলেন, 'আমরা খড়গপুরের মানুষকে নিয়ে এই দল গঠন করেছি কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে এই দল যুক্ত নয় আমরা খড়গপুর আইআইটির ডিরেক্টর বি কে তিওয়ারি ও এসএসও প্রমোদ কুমারের  গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা চাই আমাদের এই আন্দোলনে খড়গপুরের মানুষ আমাদের পাশে এসে দাঁড়াক বহু মানুষ এসেছেন, আমাদের এই আন্দোলনকে তারা সমর্থন জানিয়েছেন আরও মানুষ শামিল হবে বলে আমরা আশাবাদি'  হত্যাকাণ্ডের বিচার ও সেইসঙ্গে ডিরেক্টর ও এসএসও'র গ্রেফতার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি

 

পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলার দেবাশিস সেনগুপ্ত বলেন, 'আমি অনেকদিন কাউন্সিলার পদে আছি কিন্তু বর্তমানে আইআইটির মধ্যে যে ধরনের ঘটনা ঘটনা ঘটছে, তা খুব দুর্ভাগ্যজনক এই রকম অবস্থা আগে ছিল না বিগত ৫/৬ বছর ধরে নিরাপত্তা ব্যবস্থা ধসে পড়েছে' 

 

উল্লেখ্য,  ২০২২ সালে  খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র  ফায়জান আহমেদের  রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লালা লাজপত রায় হস্টেল থেকে উদ্ধার হয় পচাগলা দেহ মৃত যুবক ফায়জান আহমেদ অসমের তিনসুকিয়ার বাসিন্দা ছিলেন খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি সম্প্রতি ফয়জান আহমেদের মৃত্যু রহস্যের কিনারা করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সিবিআই তদন্তের আবেদন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন

এদিকে ফায়জানের ঘটনার মধ্যেই ফের আইআইটি খড়পুরের তৃতীয় বর্ষের ছাত্রী দেবিকা পিল্লাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ১৭ জুন মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়

 

Leave a comment