Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারালেন প্রসূতি মা, উওেজনা সাগরে

Bipasha Chakraborty

Published: 29 June, 2024, 07:52 PM
চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারালেন প্রসূতি মা, উওেজনা সাগরে

 


উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সাগর:  চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারালো প্রসূতি মা, উত্তেজনা সরকারি হাসপাতালে। গত পাঁচ দিন আগে  রাজশ্রী প্রামাণিক দাস নামের এক মহিলাকে প্রসুতির যন্ত্রণা নিয়ে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।  পরিবারে লোকজন বলেন যে, এরপর তার শারীরিক অসুস্থতার অবনতি হলে অপারেশনের সিদ্ধান্ত নেয় সাগর গ্রামীণ হাসপাতালের ডিউটিরত চিকিৎসকরা। এরপর রাতে অপসারণে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। এরপরে শনিবার সকালে সদ্যোজাতকে রেখেই হঠাৎই মৃত্যু হয় মা রাজশ্রী প্রামাণিক দাসের।

পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই প্রসূতির মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের চক ফুল ডুবি এলাকার রাজশ্রী প্রামাণিক দাস নামক এক প্রসূতি মা সদ্যোজাতকের জন্ম দেয়। চিকিৎসার  গাফিলতির জেরে প্রসূতি মায়ের মৃত্যু আর সে মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শনিবার।

এই উত্তেজনার ফলে গ্রামের মানুষেরা এসে রাস্তা অবরোধ করে এবং দোষী চিকিৎসকের শাস্তি দাবি তোলেন। সাগর থানার পুলিশ প্রশাসন এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পরে  পরিবারের লোকজন শান্ত হোন এবং অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।

Leave a comment