Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

উত্তরে অসঙ্গতি, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট চায় সিবিআই

Kibria Ansary

Published: 21 August, 2024, 09:15 PM
উত্তরে অসঙ্গতি, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট চায় সিবিআই

কলকাতা, ২১ আগস্টঃ আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা সিবিআই সূত্রে খবর, প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদে বেশকিছু প্রশ্নের উত্তরে 'অসঙ্গতি' খুঁজে পেয়েছে সিবিআই যে কারণেই এবার লাই ডিটেক্টর দিয়ে পরীক্ষা করতে চাইছে তদন্তকারী সংস্থা ইতিমধ্যে আদালতের কাছ থেকে পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দু'দিন পর অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ তারপর থেকে ইতিমধ্যেই বেশ কয়েকবার সিবিআই জেরার মুখে পড়েছেন তিনি ষড়যন্ত্র করে ওই চিকিৎসককে খুন করা হয়েছে কিনা তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, "আমরা সন্দীপ ঘোষের উত্তরগুলি আরও যাচাই করতে চাই, কারণ তাঁর কিছু প্রশ্নের উত্তরে অসঙ্গতি রয়েছে তাই আমরা তাঁর পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছি"

সূত্রের খবর, এর আগে জিজ্ঞাসাবাদে সন্দীপ ঘোষের কাছে সিবিআই জানতে চেয়েছে, চিকিৎসকের খুনের খবর পেয়ে তাঁর প্রথম প্রতিক্রিয়া কী ছিল?, মৃতদেহ হস্তান্তরের আগে কেন নির্যাতিতার বাবা-মাকে তিন ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয় পাশাপাশি খুনের খবর পেয়ে প্রথম যাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ, তাঁর নামও জানতে চেয়েছে তদন্তকারীরা আরজি কর হাসপাতালের সেমিনার হল সংলগ্ন কক্ষগুলির সংস্কারের অনুমোদন নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়

মহানগর - এর থেকে আরোও খবর

RG Kar Medical College and Hospital former Principal Sandip Ghosh CBI CBI mulling polygraph test

Leave a comment