Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'সাদা হাওয়াই চটি' মাথায় নিয়ে, দিদিকে একঝলক দেখতে ধর্মতলামুখী উত্তরবঙ্গের মানুষ

Bipasha Chakraborty

Published: 21 July, 2024, 11:43 AM
'সাদা হাওয়াই চটি' মাথায় নিয়ে, দিদিকে একঝলক দেখতে ধর্মতলামুখী উত্তরবঙ্গের মানুষ
জয়ের উদযাপন--- (ছবি-সন্দীপ সাহা)

 

 

 পুবের কলম, ওয়েবডেস্ক: হাতে 'হাওয়াই চটি'। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে সাদা হাওয়াই চটি পরে থাকেন। অন্যদিকে আজ গুরু পূর্ণিমা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই গুরুর স্থান দিয়েই হাওয়াই চটি মাথায় নিয়ে পায়ে হেঁটে মিছিল উত্তরবঙ্গের মানুষের।   'দিদি' তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখতে, তাঁর বার্তা শুনতে উদ্রগ্রীব কর্মী সমর্থকেরা। জনস্রোত শুধু ধর্মতলামুখী। বাস, ট্রেন, লঞ্চে ভিড় উপচে পড়ছে। সেই সঙ্গে পায়ে হেঁটে চলেছে মিছিল। কাতারে কাতারে মানুষের ভিড়। শিয়ালদা-হাওড়া স্টেশনে শুধুই মানুষের মাথা।

ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে শ্যামবাজার, শিয়ালদা, হাওড়া স্টেশন, হাজরা থেকে মিছিল আসছে ভিক্টোরিয়া হাউস অভিমুখে।

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে সবচেয়ে বেশি জমায়েত এবার হতে চলেছে ধর্মতলায় । ইতিমধ্যেই তার জন্য হাজার হাজার কর্মী-সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন৷

রবিবাসরীয় বাংলায় একুশের মঞ্চে সবচেয়ে বড় চমক হয়তো হতে চলেছে আজ। যেখানে একপাশে অভিষেক একপাশে অখিলেশকে নিয়ে জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল সন্ধ্যাতেই তিনি স্পষ্ট করে দিয়েছেন আজকের এই সভার শুধু কোনও রাজনৈতিক সভা নয়। বরং আজকের সভা হল দেশ বাঁচানোর সভা ।

Leave a comment