Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

'যতই তুমি করো ভয়, এই যুদ্ধ থামার নয়', আরজিকর কাণ্ডে প্রতিবাদে জ্বলছে কলকাতা

Bipasha Chakraborty

Published: 12 August, 2024, 08:12 PM
'যতই তুমি করো ভয়, এই যুদ্ধ থামার নয়', আরজিকর কাণ্ডে প্রতিবাদে জ্বলছে কলকাতা
প্রতিবাদে ছবি (সন্দীপ সাহা)

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  আরজিকর কাণ্ডে বিক্ষোভের আঁচে জ্বলছে গোটা কলকাতা। একদিকে রাজ্যের সব কটি হাসপাতালে ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলছে অন্যদিকে আজ রাস্তায় হয় পদযাত্রা। বহু ডাক্তারি পড়ুয়া এই মিছিলে অংশ নেন, তাদের প্রায় সকলের হাতা ছিল বড় ব্যানার। সেই ব্যানারে লেখা ছিল 'যতই তুমি করো ভয়, এই যুদ্ধ থামার নয়'। প্রতিবাদীদের বুকে লাগানো ছিল কালো ব্যাচ। সেই ব্যাচে লেখা ছিল 'আরজিকর মেডিক্যাল কলেজ-হাসপাতালে কর্তব্যরত ধর্ষণ ও খুনের প্রতিবাদে'। আরজিকরের মেডিক্যাল পড়ুয়ারা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজনৈতিক দলের পতাকা নিয়ে আসা যাবে না। 

যত সময় ঘনাচ্ছে ততই আন্দোলন আরও জোরালো রূপ নিচ্ছে। গোটা দেশজুড়েই প্রতিবাদে শামিল জুনিয়র চিকিৎসকেরা। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত না হলে এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে এই কর্মবিরতির জেরে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে।

অন্যদিকে এদিন মৃতা নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাশে নিয়ে দ্রুত মামলার নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ফার্স্ট ট্র্যাক আদালতে এই মামলার নিষ্পত্তি হোক। রবিবারের মধ্যে এই মামলার নিষ্পত্তি না হলে সিবিআই তদন্তে তিনি প্রস্তুত।

Leave a comment