Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে বদলাতে পারে পাম অ্যাভিনিউকে নাম, ভাবনা পুরনিগমের

Bipasha Chakraborty

Published: 09 August, 2024, 08:49 PM
প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে বদলাতে পারে পাম অ্যাভিনিউকে নাম, ভাবনা পুরনিগমের

পুবের কলম প্রতিবেদক: এর আগেও বহু বিশিষ্টজনকে শ্রদ্ধা জানিয়ে রাস্তার নামকরণ করা হয়েছে। এবার নজরে বুদ্ধদেব ভট্টাচার্য।  রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার। তিনি তাঁর পাম অ্যাভিনিউয়ের বাসভবনেই মারা যান। উত্তর কলকাতায় জন্ম হলেও এখানেই আমৃত্যু থেকেছেন বুদ্ধদেব। তাই তাঁর নামে রাস্তাটির নতুন নামকরণ করা হতে পারে। কলকাতা পুরনিগম সূত্রে এমনই খবর।

সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের নতুন নাম হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য সরণি। এ নিয়ে আলোচনা হবে কলকাতা পুরনিগমে। তারপর পুরকর্তৃপক্ষ নতুন নামের নামফলক বসাবে পাম অ্যাভিনিউয়ে। এমনিতেই কলকাতায় বিখ্যাত বাঙালিদের নামে রাস্তা আছে। সত্যজিৎ রায়ের নামে রাস্তা রয়েছে শহরে।

বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নামেও রাস্তা-উদ্যান রয়েছে বহু জায়গায়। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের নামে দক্ষিণ শহরতলির সারদাপল্লিতে রয়েছে প্রফুল্ল সেন উদ্যান। বজবজে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে রয়েছে জ্যোতি বসু পার্ক।

দক্ষিণ কলকাতার কসবা বোসুপুকুরে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের নামে সিদ্ধার্থ শংকর রায় স্মৃতি উদ্যান। রাস্তা রয়েছে সমাজ সংস্কারক কংগ্রেস নেতা নেলী সেনগুপ্তর নামে। এমনকী, শহরের প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের নামের স্মৃতি ধরে রেখেছে কলকাতা। এবার বুদ্ধদেব ভট্টাচার্যর নামে হতে চলেছে রাস্তা।

 

Leave a comment