Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাইডেন, কামালা হ্যারিসের নাম প্রস্তাব ডেমোক্র্যাট নেতার

Kibria Ansary

Published: 22 July, 2024, 09:43 PM
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাইডেন, কামালা হ্যারিসের নাম প্রস্তাব ডেমোক্র্যাট নেতার

ওয়াশিংটন, ২২ জুলাই: দলীয় চাপের মুখে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন তিনি। আগামী আগস্টে দলের জাতীয় সম্মেলনেই চূড়ান্ত হবে প্রার্থী। এদিকে, বাইডেনের চেয়ে কামালাকে হারানো সহজ হবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গত রবিবার এক এক্স পোস্টে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করেন বাইডেন। এরপরই একের পর এক ডেমোক্র্যাট নেতা কামালাকে সমর্থনের কথা জানান। যদিও সেই তালিকায় নাম নেই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার। এদিকে, কামালা নিজেও বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী মাসে দলের জাতীয় সম্মেলনে নিজের মনোনয়ন নিশ্চিত করা এখন তার একমাত্র অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। ওই সম্মেলনেই প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করবেন ডেমোক্র্যাট প্রতিনিধিরা।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর থেকেই একের পর এক ডেমোক্র্যাট নেতা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। গেল সপ্তাহে তার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আবারো সামনে আসে বিষয়টি। তিনি নিজেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, যদি শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে বিষয়টি বিবেচনা করবেন। অবশেষে সেই ঘোষণাই দিলেন বাইডেন।

এদিকে, রিপাবলিকানদের জাতীয় সম্মেলন শেষ হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলটির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের সরে যাওয়ার খবরের পরপরই সামাজিক মাধ্যমে তিনি বলেন, নির্বাচনে কামালা হ্যারিসকে হারানো তার জন্য আরো সহজ হবে। আগামী নভেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

মহানগর - এর থেকে আরোও খবর

Biden withdraws from the presidential election Kamala Harris's name proposed by the Democratic leader

Leave a comment