Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কাঠের বাড়ির একাংশ ভেঙে কিশোরের মৃত্যু

Bipasha Chakraborty

Published: 02 August, 2024, 08:53 PM
কাঠের বাড়ির একাংশ ভেঙে কিশোরের মৃত্যু

 

পুবের কলম প্রতিবেদক: বাইরে তখন চলছিল অঝোরে বর্ষণ। সন্ধ্যার পর দাদার ঘরে খাটে বসে টিভি দেখছিল এক কিশোর। ওই সময় আচমকা তিন তলা কাঠের বাড়ির ওপর তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদ ভেঙে কাঠ ও সিমেন্টের স্তূপে চাপা পড়ে মৃত্যু হয় ধ্রুবজ্যোতি মণ্ডল নামের এক কিশোরের। বৃহস্পতিবার রাতে বহতলের একাংশ ভেঙে মৃত্যুর ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার অন্তর্গত অশ্বিনীনগর এলাকায়।

জানা গিয়েছে, বছর ১৫ আগে কাঠের পাটাতন দিয়ে অভিনব কায়দায় আস্ত একটি তিনতলা বাড়ি তৈরি করেছিলেন মৃত ওই কিশোরের বাবা। জানা গিয়েছে, বাড়িটির বেশ কিছু অংশে আগেই ফাটল ধরেছিল। ফাটল ধরা বিপজ্জনক বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকার জন্য বাড়ির খোঁজ করছিলেন।

এ দিন সন্ধ্যায় বাগুইআটি এলাকায় একটি বাড়ি ভাড়া নেওয়ার জন্য কথাবার্তা বলতে গেছিলেন ধ্রুবজ্যোতির মা ও তার মেজদা। ওই সময়েই আচমকা হুড়মুড়িয়ে বাড়ির ছাদ ধসে পড়া স্তূপে চাপা পড়েন ধ্রুবজ্যোতি। প্রবল বর্ষণে বাড়ির ছাদ ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ভগ্ন স্তূপে সরিয়ে ওই কিশোরকে উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। এর পর দমকল কর্মীরা ঘটনাস্থলে প্রায় সাত ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালিয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

Leave a comment