Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নিকষ কালো অন্ধকারে রাজ্যের একাংশ, তুমুল বৃষ্টি নামছে কলকাতা-সহ একাধিক জেলায়

ইমামা খাতুন

Published: 23 August, 2024, 03:07 PM
নিকষ কালো অন্ধকারে রাজ্যের একাংশ,  তুমুল বৃষ্টি নামছে কলকাতা-সহ একাধিক জেলায়

পুবের কলম,ওয়েবডেস্ক:  বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। শহর কলকাতার রাজপথের একাংশ জলের তলায়। এই আবহে শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাংশে ভারি বৃষ্টিপাত জারি রয়েছে। দিনের আলোতে ছেয়ে গেছে রাতের অন্ধকার। এর মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজের তিন জেলায় জারি সতর্কতা। আগামী ১-২ ঘণ্টায় তুমুল বৃষ্টি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা আরও ১১ জেলায়। আগামী ১-২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায়। তবে এই বৃষ্টি থামার নয়। শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। 

ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিঙে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের সব জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

Leave a comment