Sat, October 5, 2024

ই-পেপার দেখুন

৯০০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের, হামাস ঘাটি ধ্বংস করা হবে হুঁশিয়ারি সেনাপ্রধানের

Kibria Ansary

Published: 03 July, 2024, 11:02 PM
৯০০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের, হামাস ঘাটি ধ্বংস করা হবে হুঁশিয়ারি সেনাপ্রধানের

তেল আবিব, ৩ জুলাই: গাজার রাফহ শহরে সামরিক অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। হামলার পর থেকে গত দুই মাসে প্রায় ৯০০ হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরাইল বলে দাবি করল নেতানিয়াহুর সরকার। গত মে মাসের শুরুতে রাফায় অভিযান শুরু করে নেতানিয়াহু বাহিনী।

মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের অস্থায়ী পোস্ট পরিদর্শনে গিয়েছিলেন ইসরাইলি সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি। সেখানে তিনি বলেন, 'গত মে মাসের শুরু থেকে এ পর্যন্ত রাফায় প্রায় ৯০০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত একজন ব্যাটালিয়ন কমান্ডার, বেশ কয়েকজন কোম্পানি কমান্ডার এবং অনেক সাধারণ সদস্য রয়েছে।' সেনাপ্রধানের মতে, 'অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে। এতে হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এসব অবকাঠামোর মধ্যে বেশ কিছু আবার ভূ-গর্ভস্থ। তাই রাফায় অভিযান শেষ হতে খানিকটা সময় লাগবে। রাফায় অভিযান সপ্তাহের মধ্যেই শেষ হবে।'

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা করে হামাস। পাশাপাশি দুই শতাধিক জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়। জবাবে গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর থেকে দীর্ঘ আট মাসের বেশি ধরে এ যুদ্ধ অব্যাহত রয়েছে। ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ৩৮ হাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ৮৮ হাজার ছুঁই ছুঁই।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Israel demands to kill 900 Hamas fighters army chief warns Hamas base will be destroyed

Leave a comment