Sat, October 5, 2024

ই-পেপার দেখুন

‘বিভেদ ভুলে একজোট হতে হবে মুসলিমদের’: মাসুদ পেজেশকিয়ান

ইমামা খাতুন

Published: 04 October, 2024, 08:11 PM
‘বিভেদ ভুলে একজোট হতে হবে মুসলিমদের’: মাসুদ পেজেশকিয়ান

দোহা, অক্টোবর: যায়নবাদী ইসরাইলকে মোকাবিলায় মুসলিমদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সউদি আরবসহ মুসলিম দেশগুলোকে তেহরান আপন ভাইহিসেবে দেখে বলেও মন্তব্য করেছেন তিনি কাতারের রাজধানী দোহায় সউদি বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদের সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান মন্তব্য করেন এসময় তিনি বলেন, ’আমরা সউদি আরবসহ ইসলামিক দেশগুলোকে আমাদের ভাই বলে মনে করি সব মতপার্থক্য একপাশে রেখে আমাদের একে অপরের সঙ্গে একতা সমন্বয় বাড়ানো প্রয়োজন আমরা বিশ্বাস করি যে, বিশ্বজুড়ে ইসলাম প্রচারের কারণ ছিল মুসলিমদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব এছাড়াও, ইরানের প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে গাজা উপত্যকা এবং লেবাননের তিক্ত দুর্ভাগ্যজনক ঘটনাবলীর কথাও তুলে ধরেন, যা ইসরাইলি আগ্রাসনের কারণে সৃষ্ট মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা পেজেশকিয়ান বলেন, ’যদি আজ যায়নবাদীরা গাজায় অপরাধ গণহত্যা করার সাহস করে থাকে, তবে তা করতে পারছে ইসলামি দেশগুলোর বিভেদ উদাসীনতার কারণেপেজেশকিয়ানের কথায়, ‘আমরা যদি আগ্রাসন মোকাবিলায় ঐক্যবদ্ধ না হই, তবে আজ তা শুধু গাজা লেবাননের বিরুদ্ধে হলেও, আগামীতে হবে অন্যান্য মুসলিম শহর দেশের বিরুদ্ধে

Leave a comment